আন্তর্জাতিক ডেস্ক: দাবানলে পুড়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ক্যালিফোর্নিয়া। এ সময় আগুনে জ্বলে ছাড়খার হয়ে গেছে শহরের লাখো ঘরবাড়ি। এতে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে কানাডা।
সোমবার (১৩ জানুয়ারি) ভোর ২.৩৯ মি. সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
আরও পড়ুন: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৮
তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে ৬০ জন দমকলকর্মী পাঠাচ্ছে তার কানাডা।
উল্লেখ্য, সাম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঐ বক্তব্যের তীব্র প্রতিবাদও জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
সান নিউজ/এমএইচ