সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় গুঞ্জন-জল্পনায় অনেকেই সামনে আনেন যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা।

আরও পড়ুন : লেবাননে প্রাণঘাতী হামলা ইসরায়েলের

তবে হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের কলকাঠি নাড়ার অভিযোগ আরও একবার উড়িয়ে দিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, শেখ হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের যে কোনও ধরনের ভূমিকা নেই, সেটা ভারতীয় ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিশ্বাস করেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন : লস অ্যাঞ্জেলেসে রাত্রিকালীন কারফিউ

হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনও ভূমিকা নেই বলে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা বলেও গত বছরের আগস্টে আখ্যায়িত করে দেশটি।

হিন্দুস্তান টাইমস জানায়, বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে পালাবদল ঘটেছে এই কয়েক মাস আগেই। সস্প্রতি দিল্লি সফর সম্পন্ন করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেন, ঢাকায় যা ঘটেছে, তার নেপথ্যে ওয়াশিংটনের হাত থাকতে পারে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা ভিত্তিহীন এবং ভুয়া।

তিনি আরও বলেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে— বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সংশ্লিষ্টতা আছে।

এর আগে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছিল হোয়াইট হাউস। বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে গত বছরের আগস্টে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।”

আরও পড়ুন : পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে

মূলত গণআন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালানোর পর ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছিল, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়।

পত্রিকাটি সেসময় আরও বলেছিল, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। তবে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ পরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে স...

দেশে ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত...

ভালুকায় ছিন্নমূল ও শীতার্তদের কম্বল বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ছিন্নমূল ও...

সবজিতে ভরপুর বাজার, দামও কম 

নিজস্ব প্রতিবেদক: শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সবজির সরবরাহও...

দেশের ১০ জেলা কাঁপছে শৈত্যপ্রবাহে

নিজস্ব প্রতিবেদক: দেশের ১০টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু...

পাচারের টাকায় প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের আমলে পাচারের টাকায় প্রোপাগান...

তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্...

২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : ৪৩তম বিসিএসের ২৬৭ জনকে প্রশাসন ক্যাডারে স...

এক ট্রলারেই ১৯৫ মণ ইলিশ‌‌, বিক্রি ৪০ লক্ষ টাকা

নিনা আফরিন, পটুয়াখালী : দুইদিনে বঙ্গোপসাগরে এক ট্রলারেই ১৯৫...

রেমিট্যান্স আহরণে 'গোল্ড অ্যাওয়ার্ড' পেল ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বৈদেশিক রেম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা