আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলের গতি কিছুটা কমেছে। তবে, এরই মধ্যে ভয়াবহ এ দাবানলে প্রাণহানি ঘটেছে ১০ জনের। সঙ্গে আগুন গ্রাস করে নিয়েছে বিশাল জনবসতি।
আরও পড়ুন : ঘন কুয়াশায় দিল্লিতে ফ্লাইট বিপর্যয়
দাবানলের ভয়াবহতা এতটাই যে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলে স্যান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী প্যালিসেইডস এলাকা এবং পূর্বে পাসাডেনার কাছে ইটন এলাকার পরিস্থিতিকে শহরটির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক পরিস্থিতি বলে বর্ণনা করা হচ্ছে। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে ইটনের আগুন, যেটিতে ১৩ হাজার একর জমি পুড়ে গেছে ইতোমধ্যে, সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে প্যালিসেডেসে পুড়ে গেছে ১৯ হাজার একর জমি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এখানকার আগুন। অপরদিকে কেনেথের দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। দাবানলে পুড়ে গেছে এখানকার এক হাজার একর জায়গা।
আরও পড়ুন : ইতালি সফর বাতিল করলেন বাইডেন
সিএনএন জানিয়েছে, ইতোমধ্যে দাবানলের হাত থেকে প্রাণ বাঁচাতে ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদেরকেও যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।
ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।
আরও পড়ুন : মন্ত্রিত্ব পদ হারাতে যাচ্ছেন টিউলিপ
লস অ্যাঞ্জেলেসের শেরিফ রবার্ট লুনা বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের কারণে শুধু ইটন এলাকাতেই চার–পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তাদের বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্যালিসেইডসের দাবানলে আরও ৫ হাজার ৩০০ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিসের প্রধান অ্যান্টনি ম্যারন জানান, দাবানল নিয়ন্ত্রণে আসার পর মানুষের দেহাবশেষ শনাক্তকারী দল বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালাবে।
এদিকে দাবানলের সুযোগে লুটপাটের ঘটনাও ঘটছে। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত এলাকাগুলোতে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সান নিউজ/এমআর