আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ভয়াবহ দাবানলের ফলে প্রভাব পড়েছে দেশটির অর্থনীতি ও কূটনীতিতে। এর জেরে দেশটির প্রেসিডেন্ট হিসেবে সর্বশেষ বিদেশ সফর বাতিল করলেন জো বাইডেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ৩ দিনের ইতালি সফরে যাওয়ার কথা ছিলো প্রেসিডেন্ট জো বাইডেনের।
আরও পড়ুন: ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত ৭০
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এই সফর কালে তার পোপ ফ্রান্সিসের সাথেও সাক্ষাৎ করার কথা ছিলো।
তিনি আরও জানিযেছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, দমকল এবং জরুরি বিভাগের কর্মীদের সঙ্গে বৈঠক করার পর রাজধানী ওয়াশিংটনে ফিরে এসে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ সময় ৫ হাজারের বেশি বাড়ি ও স্থাপনা পুড়ে গেছে।
সান নিউজ/এমএইচ