আন্তর্জাতিক ডেস্ক: মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানীতে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী।
আরও পড়ুন: আমি ট্রাম্পকে পরাজিত করতে পারতাম
ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয় ভবনের আশপাশের এলাকা থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চাদের সরকারের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ বলেছেন, অন্তত ২৪ সদস্যের একটি কমান্ডো ইউনিট ‘‘অস্ত্র ও ছুরি’’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের নিষ্ক্রিয় করেছেন। হামলাকারী দলটি বেসামরিক পোশাক পরেছিল এবং শহরের দক্ষিণের একটি দরিদ্র বসতি থেকে এসেছিল।
আরও পড়ুন: গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত
সরকারের এই মুখপাত্র বলেন, হামলাকারীদের মধ্যে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর ৩ জন আহত হয়েছেন।
এএফপিকে তিনি বলেন, হামলার সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী ইতনো প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই ছিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী। সূত্র: এএফপি।
সান নিউজ/এএন