আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাটের পোরবন্দরে কোস্টগার্ডের একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
আরও পড়ুন: গাজায় আরও ৫৯ ফিলিস্তিনি নিহত
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এএলএইচ ধ্রুব’ নামের একটি হেলিকপ্টার গুজরাটের পোরবন্দরে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণে অংশ নিয়েছিলো। এই প্রশিক্ষণ চলাকালেই সেটি দুর্ঘটনায় পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তবে সেই গুলোর সত্যতা এখনও যাচাই করা যায়নি। এ সময় একটি ভিডিওতে দেখা যায়, খোলা মাঠে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে।
এদিকে, এই দুর্ঘটনার কারণ নিয়ে ভারতীয় কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি। এছাড়াও নিহতদের নাম-পরিচয়ও জানানো হয়নি।
হিন্দুস্তান এয়ারোনটিক্স লি. তৈরি এই হাল্কা ওজনের অত্যাধুনিক হেলিকপ্টার “এএলএইচ ধ্রুব”। টুইন ইঞ্জিনের হেলিকপ্টারটি সামরিক ও বাণিজ্যিক ২ ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ২০০২ সাল থেকে এটি কোস্টগার্ড বাহিনীর হেলিকপ্টার হিসেবে ব্যবহার করে।
সান নিউজ/এমএইচ