আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বাণিজ্যিক ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে এবং এতে ২ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বর্বরতা, নিহত ৭১
ছোট আকৃতির এ বিমানটি ফুলারটন মিউনিসিপ্যাল বিমানবন্দরের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে বিধ্বস্ত হয়।
স্থানীয় টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনটির ছাদে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এবং সেটির ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।
ওই ভবনে কর্মরত কর্মী জেরোমি ক্রুজ বলেছেন, আমরা সবাই বিকট শব্দ শুনতে পাই। এরপর আমরা দৌড়ে বেরিয়ে যাওয়া শুরু করি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এক ইঞ্জিনের ভেন’স আরভি-১০। ছোট মডেলের বিমানটিতে ক্রুসহ চারজন বসতে পারেন। গত নভেম্বরে ফুলারটন বিমানবন্দরে আলাদা এক দুর্ঘটনায় দুজন আহত হয়েছিলেন। সূত্র: এএফপি
সান নিউজ/এএন