আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে একটি পোস্ট করেন।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলের বর্বরতা, নিহত ৭১
পোস্টে লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি সকল পণ্য বিক্রি করে, এরপর সেই টাকা দিয়ে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ। এ জন্য বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন।
ঐ পোস্টের সাথে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি।
এর আগে, বাংলাদেশে একাধিকবার ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ