আন্তর্জাতিক ডেস্ক: চিলিতে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলিতে আহত...
বৃহস্পতিবার (২ জানুয়ারি) স্থানীয় সময় দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনের জেরে তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার চিলির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী আন্তোফাগাস্তায় ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। এই ভূমিকম্পটির গভীরতা ১০৪ কি.মি. ছিল বলেও জানিয়েছে ইএমএসসি।
এছাড়া গত বছরের ডিসেম্বরের ২য় সপ্তাহে চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ঐ সময় দেশটির মাউলি এলাকায় অনুভূত এই ভূমিকম্পটির মাত্রা ৬.২ ছিলো। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়।
সান নিউজ/এমএইচ