আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব সফরে গেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি।
বুধবার (১ জানুয়ারি) রাতে রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। এটা তার ১ম বিদেশ সফর। এ সফরের মধ্য দিয়ে সৌদির সাথে ‘সম্পর্কের নতুন অধ্যায়’ খোলার আশা ব্যক্ত করেছেন তিনি।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ প্রধান
এদিকে, সিরিয়ার বিদ্রোহী বাহিনীর সামরিক অভিযানের মুখে গত (৮ ডিসেম্বর) সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। এরপর দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়, যার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন আসাদ আল শাইবানি। এতে এক মাসেরও কম সময়ের মধ্যে ১ম বিদেশ সফরের জন্য সৌদি আরবকে বেছে নিলেন নতুন এই কূটনীতিক।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সিরিয়ার একটি প্রতিনিধি দলসহ সফর করছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। এই প্রতিনিধি দলে আরও থাকছেন প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও গোয়েন্দা প্রধান আনাস খাত্তাব। এদিনই রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলকে স্বাগত জানান সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আবদুল করিম এল খেরেইজি।
রাজধানী রিয়াদে পৌঁছানোর পর আসাদ আল শাইবানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় বলেন, আমি এই মাত্র সৌদি আরব রাজধানী রিয়াদে পৌঁছলাম। এ সময় প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা ও জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান আনাস খাত্তাব স্বাগত জানালেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নাইটক্লাবে গোলাগুলিতে আহত...
তিনি আরও বলেন, দীর্ঘ দিন পর স্বাধীন সিরিয়ার ইতিহাসে এটা ১ম বিদেশ সফর। এর মাধ্যমে আমরা সিরিয়া-সৌদি সম্পর্কের একটি নতুন ও উজ্জ্বল অধ্যায় খুলতে চাই যা ২ দেশের মধ্যে দীর্ঘ ও অভিন্ন ইতিহাসের কথা বলবে।
সান নিউজ/এমএইচ