আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের শহরের কুইন্সের একটি নাইটক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নিউইয়র্ক পুলিশ।
আরও পড়ুন: গাজায় আরও ২৩ ফিলিস্তিনিকে হত্যা
বুধবার (১ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় রাত ১১.২০ মি. এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) এক বিবৃতিতে জানিয়েছেন, কুইন্সের একটি নাইটক্লাবের বাইরে গোলাগুলির ঘটনায় আহতদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। এই ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গোলাগুলির ঘটনায় আহতদের লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল ও কোহেনের চিলড্রেন মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়েছে।
এদিকে, কুইন্সের আজামুরা নাইটক্লাবে প্রায়ই ডিজে ও লাইভ সংগীতের আয়োজন করা হয়। এর আগে, গত বছর একটি গ্যাংয়ের ১ সদস্য মারা যান। এ সময় তার স্মরণে বুধবার ঐ নাইটক্লাবে একটি পার্টির আয়োজন করা হয়েছিলো।
অপরদিকে, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নাইটক্লাবের বাইরে প্রায় ৮০ জন মানুষ অপেক্ষায় ছিলেন। এ সময় সেখানে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে নিউইয়র্ক পুলিশ বিভাগ এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০
সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, ঐ ঘটনাস্থলে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এছাড়াও নাইটক্লাবের বাইরে একাধিক অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পুলিশের ১ জন কর্মকর্তা বলেন, কুইন্সের নাইটক্লাবের বাইরে (১৬-২০) বছর বয়সী ৬ তরুণী ও ৪ তরুণ গুলিবিদ্ধ হয়েছেন।
সান নিউজ/এমএইচ