আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের সামনে টেসলার একটি সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৭ জন।
আরও পড়ুন: মন্টিনিগ্রোতে গোলাগুলি, নিহত ১০
বুধবার (১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে এ ঘটনা ঘটে। এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল কি না সেটি তদন্ত করছে এফবিআই।
হোটেলের ভেতর ও বাইরে থেকে ধারণ করা ভিডিও থেকে দেখা গেছে, দাঁড়িয়ে থাকা গাড়িটি বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে। এরপর এটির ভেতর থেকে অগ্নিশিখা বেরুতে থাকে।
ইলন মাস্ক জানিয়েছেন, গাড়ির প্রযুক্তিগত কোনো কারণে বিস্ফোরণ ঘটেনি। হয় কোনো আতশবাজি অথবা বোমার কারণে এটি বিস্ফোরিত হয়েছে। এখন খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, টেসলার এই গাড়ির সঙ্গে কোনো সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতা আছে কি না। সূত্র: রয়টার্স
সান নিউজ/এএন