আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০০ বছর।
রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতি এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন তিনি। ঐ সময় তিনি ১ মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন। গত বছরের ফেব্রুয়ারি থেকে তিনি জর্জিয়ায় নিজ শহর প্লেইনসে জীবনের শেষ সময়ের সেবাযত্নে ছিলেন।
সংবাদমাধ্যম এনবিসির তথ্যমতে, জিমি কার্টারই ১ম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশিদিন বাঁচা প্রেসিডেন্ট। ২০০২ সালে মানবাধিকার নিয়ে কাজ করায় শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি।
সান নিউজ/এমএইচ