আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তার লাশ দাহ করা হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) দেশটির রাজধানীর নিগামবোধ ঘাটে তাকে দাহ করা হয়।
আরও পড়ুন: গাজায় হাসপাতাল আগুন দিলো ইসরায়েল
সাবেক এই প্রধানমন্ত্রী মনমোহন সিং শিখ ধর্মের অনুসারী ছিলেন। এ সময় তার শেষকৃত্যে শিখ ধর্মগুরু গুরবানি থেকে শ্লোক পাঠ করেন। ঐ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া ২১ বার গান স্যালুট প্রদান করা হয় তাকে।
এদিকে, তাকে দাহ করার আগে শেষবারের মতো লাশটি নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। এরপর সেখানে তাকে শ্রদ্ধা জানান দলীয় সকল নেতাকর্মীরা। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তার শেষকৃত্যে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
সান নিউজ/এমএইচ