আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র নতুন করে ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৫
শনিবার (২১ ডিসেম্বর) মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের একটি ক্ষেপণাস্ত্র স্টোরেজ এবং একটি ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল’ সেন্টারে হামলা চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, এই হামলার লক্ষ্য ছিল হুতিদের অভিযানকে ব্যাহত করা এবং অবনমিত করা।
বিবৃতিতে আরও বলা হয়, হুতিরা দীর্ঘদিন ধরে লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণ করে আসছে। এর প্রতিক্রিয়ায় শনিবার সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে নতুন এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আরও পড়ুন: বলিভিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ১৩
ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। হুতিরা ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ‘আনসার আল্লাহ’ নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা উৎক্ষেপণের ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ায় ওই হামলা চালায়।
প্রসঙ্গত, ২০১৪ সালের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাজধানী সানা এবং কৌশলগত লোহিত সাগরের বন্দর শহর হোদেইদাহসহ উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ হুতি গোষ্ঠী নিয়ন্ত্রণ করে।
সান নিউজ/এএন