আন্তর্জাতিক ডেস্ক: পেরুর আমাজন বৃষ্টিবহুল অরণ্যে উভচর ইঁদুরসহ ২৮টি নতুন প্রজাতির প্রানীর সন্ধান পাওয়া গেছে। এসব প্রাণীর মধ্যে রয়েছে ইঁদুর, কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি।
আরও পড়ুন: নাইজেরিয়ায় পদদলিত হয়ে নিহত ৩৫
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রানী সংরক্ষণ ও গবেষণা সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের র্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়ে বলেন, নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোটো আকারের একপ্রকার কাঠবিড়ালি, আট ধরনের মাছ, তিন ধরনের উভচর এবং ১০ ধরনের প্রজাপতি।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২
২০২২ সালের জুন থেকে পেরুর আমাজন অঞ্চলে নতুন প্রজাতির প্রানীর অনুসন্ধান কার্যক্রম শুরেু করেছে কানজারভেশন ইন্টারন্যাশনালের একটি বিশেষজ্ঞ দল। এ দলের মোট সদস্য সংখ্যা ১৩ জন। ট্রন্ড লারসেন দলটির নেতৃত্ব দিচ্ছেন।”
প্রসঙ্গত, বিশ্বের বৃহত্তম বৃষ্টিবহুল অরণ্য আমাজন দক্ষিণ আমেরিকার ৯টি দেশজুড়ে বিস্তৃত। এই দেশগুলো হলো ব্রাজিল, বলিভিয়া, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং ইকুয়েডর। সূত্র : রয়টার্স
সান নিউজ/এএন