আন্তর্জাতিক ডেস্ক: গ্রিসের গাভডোস উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন বলে জানা যায়।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আরও পড়ুন: দ. কোরিয়ার প্রেসিডেন্ট অভিশংসিত
গ্রিসের কোস্টগার্ডের দেওয়া তথ্য মতে, গাভডোস উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার পরে ৫ জন মারা গেছেন। এই ঘটনায় আরও ৪০ জন নিখোঁজ রয়েছেন এবং ৩৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাতের পরপরই এই নৌকাটি ডুবে যাওয়ার পর গাভডোসের দক্ষিণে জাহাজ এবং বিমানের সমন্বয়ে এই উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছে কোস্টগার্ড ।
পৃথক ঘটনায় মাল্টার পতাকাবাহী পণ্যবাহী জাহাজ গ্রিসের গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কি.মি) দূরে যাত্রা করা একটি নৌকা থেকে ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। এদিকে এই দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কি.মি) দূরে অন্য আরও ৮৮ জনকে উদ্ধার করেছে একটি ট্যাংকার।
এ সময় প্রাথমিক তথ্য অনুযায়ী, লিবিয়া থেকে এ সকল নৌকা এক সাথে ছেড়েছিলো বলে কোস্টগার্ড কর্মকর্তারা মনে করছেন।
আরও পড়ুন: ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হামলার হুমকি
তার আগে গত নভেম্বরের শেষের দিকে তুরস্কের উপকূল থেকে অভিবাসীদের নিয়ে গ্রিসে পাড়ি দেওয়ার সময় ২ টি নৌকা ডুবে অভিবাসী মৃত্যুর ঘটনা ঘটে। এতে সেই সময় উদ্বেগ জানিয়েছিলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সান নিউজ/এমএইচ