আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিমান হামলা করেছে ইসরায়েল। সাম্প্রতিই দেশটির প্রধানমন্ত্রী বাশার আল-আসাদের পতনের পর থেকেই হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবারের হামলার লক্ষ্যবস্তু ছিলো দামেস্কের কাছাকাছি থাকা বিভিন্ন সামরিক স্থাপনা।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
আরও পড়ুন: রাশিয়ায় হামলায় ইউক্রেনকে ট্রাম্পের নিন্দা
প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে থাকা সিরিয়ান সেনাবাহিনীর ৪র্থ ডিভিশন ও একটি ব্যাটালিয়নের ওপর ঐ হামলা চালানো হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েলি একাধিক যুদ্ধবিমান রাজধানী দামেস্কের মাউন্ট কাসিয়ুন, সুইদার গ্রামাঞ্চলের খালখালা বিমানবন্দর ও পশ্চিমাঞ্চলে অবস্থিত মাসয়াফের প্রতিরক্ষা ও গবেষণা ল্যাবরেটরিতে এই হামলা চালিয়েছে।
সংস্থাটি আরও জানায়, তার আগে দামেস্ক ও সুইডের গ্রামাঞ্চলে ৬টি সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল।
এদিকে, দেশটির প্রধানমন্ত্রী বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ায় সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা করেছেন তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন: শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হ্যাকান ফিদান বলেন, তার দেশের অগ্রাধিকার হলো সিরিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করা ও দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তার বন্ধ করা।
সান নিউজ/এমএইচ