আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানকে প্রশ্রয় দিলে সিরিয়াকে ভুগতে হবে। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে ইসরাইল সম্পর্ক স্থাপন করতে চায়, কিন্তু ইহুদি রাষ্ট্রকে হুমকি দিলে তারা আক্রমণ করতে দ্বিধা করবে না।
আরও পড়ুন : গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
মঙ্গলবার এক ভিডিওতে নেতানিয়াহু বলেন, সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা আমাদের নেই,তবে আমরা অবশ্যই আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা প্রয়োজন তা করতে চাই।
তিনি বলেন, ইসরাইলি বিমান বাহিনী সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকারের রেখে যাওয়া সামরিক কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে, যাতে এসব সামরিক সরঞ্জাম জিহাদিদের হাতে না পড়ে।
আরও পড়ুন : আফগানিস্তানে বিস্ফোরণে মন্ত্রী নিহত
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেন, আমরা সিরিয়ার নতুন সরকারের সাথে সঠিক সম্পর্ক চাই, কিন্তু যদি এই সরকার ইরানকে সিরিয়ায় নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার অনুমতি দেয়, বা ইরানি অস্ত্র বা অন্য কোনো অস্ত্র হিজবুল্লাহর কাছে হস্তান্তরের অনুমতি দেয়, বা আমাদের ওপর হামলা চালায়, তাহলে আমরা জোরপূর্বক জবাব দেব এবং আমরা এর থেকে ভারী মূল্য আদায় করব।
নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগের শাসনামলে যা হয়েছে তা এই সরকারের ক্ষেত্রেও ঘটবে।
আরও পড়ুন : বাংলাদেশ মিশনে হামলা, সমাধানের আহ্বান
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ আল–বশির। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। গত মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। নতুন প্রধানমন্ত্রী হিসাবে সিরিয়ায় এখন রাজনৈতিক অস্থিতিশীলতা এবং যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলো পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে মোহাম্মদ আল-বশিরকে।
এদিকে সিরিয়ার সীমান্ত বরাবর বাফার জোন থেকে সেনা প্রত্যাহার করার জন্য ইসরাইলকে আহ্বান জানিয়েছে ফ্রান্স। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।
সান নিউজ/এমআর