আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
স্থানীয় গভর্নর ভান ফেডরভ জানান, শুক্রবার এ হামলায় একটি গাড়ির গ্যারেজ ও একটি সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্ট করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে। এই হামলায় আহতদের মধ্যে ৪ ও ১১ বছর বয়সী ২ শিশু রয়েছে।
আরও পড়ুন: গাজায় নিহত ছাড়াল ৪৪ হাজার ৬০০
গত কয়েক সপ্তাহ ধরে ২ দেশের মধ্যে হামলা এবং পাল্টা হামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাছাড়া শীতের শুরুতে এই হামলা জোরালো করেছে মস্কো।
শুক্রবার (৬ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় শহর ক্রিভি রিহতেও হামলা চালিয়েছে রাশিয়া। এ সময় দেশটির স্থানীয় গর্ভনর জানায়, এই ঘটনায় অন্তত ২ জন নিহত হয়েছেন।
সেখানের জরুরি সার্ভিস জানায়, হামলায় ১৬ জন আহতের মধ্যে ১ জন শিশু রয়েছে। তাছাড়াও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।
সান নিউজ/এমএইচ