আন্তর্জাতিক ডেস্ক: আগামী সোমবার (৯ ডিসেম্বর) ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক আবহ তৈরির বার্তা নিয়ে বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
শুক্রবার (৬ ডিসেম্বর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
আরও পড়ুন: ট্যুরিজমকে এগিয়ে নিতে সরকার কাজ করছে
সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের আলোকে তিনি বলেন, ২ দেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে, তা এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার।
এ সময় প্রতিবেশীদের সাথে ভারতের ভালো সম্পর্ক রাখার প্রয়াস আছে উল্লেখ করে তিনি বলেন, সকল প্রতিবেশী রাষ্ট্রের সাথে সু-সম্পর্ক তৈরিতে বদ্ধপরিকর ভারত। তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে বসতে চায় ভারত সরকার।
সান নিউজ/এমএইচ