আন্তর্জাতিক ডেস্ক : ইরানে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে।
আরও পড়ুন : কঙ্গোতে রহস্যময় রোগে ১৪৩ জনের মৃত্যু
বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।
এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।
আরও পড়ুন : গাজাজুড়ে ইসরায়েলি হামলা, নিহত ৫০
চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়। এতে ওই সময় ৪ ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।
প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে তিন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন ৮০০ জনের বেশি। এলাকাটি তুরস্কের সীমান্তসংলগ্ন।
সান নিউজ/এমআর