আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। এসময়ে বহু মানুষ আহত হয়েছেন।
আরও পড়ুন : দক্ষিণ কোরিয়ায় তুষারপাতে ৫ জনের মৃত্যু
শুক্রবার (২৯ নভেম্বর) গন্ডিয়া-আরজুনি সড়কের বিন্দ্রাবনা তোলা গ্রামে দুর্ঘটনাটি ঘটে। বাসটি নাগপুর থেকে গন্ডিয়ার পথে ছিল।
পুলিশ জানায়, একটি রাজ্য পরিবহন শিবশাহী বাস গন্ডিয়া জেলায় দুর্ঘটনার শিকার হয়। বাসটি ভান্ডারা ডিপো থেকে গন্ডিয়ার দিকে যাচ্ছিল। বিন্দ্রাবনা তোলা গ্রামে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে উলটে যায়।
আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মির
এ দুর্ঘটনায় ৮ জন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং প্রায় ৩০ জন আহত হন। আহতদের গন্ডিয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর উদ্ধার কাজ দ্রুত শুরু করতে পুলিশ, অ্যাম্বুলেন্স এবং ক্রেন মোতায়েন করা হয়।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে দুর্ঘটনার পরপরই ভুক্তভোগীদের জন্য ১০ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন।
আরও পড়ুন : উগান্ডায় ভূমিধস, নিহত বেড়ে ৫০
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, দুর্ঘটনাস্থল থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের জন্য যথাযথ চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ। তবে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে রাজ্য পরিবহন প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে সমন্বয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
সান নিউজ/এমআর