আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা করা হয়েছে বলে মুম্বাই পুলিশের কাছে ফোন করে বলা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এই ফোনটি ৩৪ বছরের ১ নারী করেন বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ। এর পরেই ঐ নারীকে গ্রেফতার করা হয়। তবে কেন তিনি এই হুমকি দিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: উগান্ডায় ভূমিধসে নিহত ৩০
জানা যায়, বৃহস্পতিবার সকালে মুম্বাই পুলিশের ট্র্যাফিক কন্ট্রোল রুমে একটি হুমকি ফোন যায়। ফোনে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করা হয়েছে।
এমনকি তাকে হত্যার জন্য অস্ত্র প্রস্তত রয়েছে বলে দাবি করা হয়। এই ফোন কল পাওয়ার পরেই সক্রিয় হয়ে ওঠে মুম্বাই পুলিশ। তবে তদন্তের পর ঐ নারীকে গ্রেফতার করা হয়।
সান নিউজ/এমএইচ