আন্তর্জাতিক ডেস্ক : চীনের হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন : লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫৯
শনিবার (১৬ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বেইজিং-ভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া।
খবরে বলা হয়, আগুনের ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর ৫টা ২ মিনিটে। হুনানের ঝাংজিয়াজি শহরের সাঙঝি কাউন্টির একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুন নেভানোর পর উদ্ধার অভিযানে ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি
স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
চীনের মতো জনবহুল দেশে অগ্নিকাণ্ডের ঘটনা খুব একটা অস্বাভাবিক নয়। গত মাসে আনহুই প্রদেশের হুয়ানান শহরে একটি বাড়িতে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে জিয়াংজি প্রদেশের জিনইউ শহরের একটি আবাসিক ভবনে আগুন লেগে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়।
সান নিউজ/এমআর