আন্তর্জাতিক ডেস্ক:
পুলিশের বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুলকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি।
অবশ্য, কংগ্রেস নেতারা আগেই এরকম কিছুর আশংকা করছিলেন। তবে হাতাহাতির মত অপ্রীতিকর ঘটনা আশা করেনি কেউই। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় মাটিতে পড়েই যান সনিয়া-তনয়। ভারতীয় পুলিশের বিধিমালা লঙ্ঘন করায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। কর্তব্যরত পুলিশ অফিসার রাহুলকে বলে, ‘‘আপনি ১৪৪ ধারা ভাঙছেন।’’ পাল্টা রাহুল বলেন, ‘‘১৪৪ ধারার অপব্যবহার করছেন আপনারা।’
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানী নয়াদিল্লি থেকে উত্তরপ্রদেশের হাথরাসে সংঘবদ্ধ ধর্ষণে নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু উত্তরপ্রদেশ পুলিশ সেখানে যেতে বাধা দিলে দলীয় নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে কংগ্রেসের নেতাকর্মীদের লাঠিপেটা করে রাস্তা থেকে সরিয়ে দেয়।
রাহুল-প্রিয়ঙ্কাকে যেখানে আটকানো হয়েছে, সেখান থেকে হাথরসের দূরত্ব প্রায় ১৪০ কিলোমিটার। সেখান থেকে কিছু দূরে আগানোর পরেই রাহুল-প্রিয়ঙ্কাদের আটকায় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। রাহুলকে গলাধাক্কা দিতেও দেখা যায় পুলিশকে। পরে গ্রেফতার করা হয় এই কংগ্রেস সাংসদকে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি নিজেই।