আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি পুলিশ চেকপোস্টে তালেবানের হামলায় ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে দেশটির ১ জন গোয়েন্দা কর্মকর্তা এই তথ্য জানায়।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩
নাম প্রকাশে অনিচ্ছুক ১ জন গোয়েন্দা কর্মকর্তা জানায়, প্রায় ১ ঘণ্টা ধরে ২ পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলে। এ সময় তালেবানের এই হামলায় সীমান্ত রক্ষী পুলিশের ১০ জন সদস্যের মৃত্যু হয় এবং আরও ৭ জন আহত হয়।
এদিকে, আফগান সীমান্ত ছুঁয়ে থাকা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় ২০-২৫ জন সশস্ত্র তালেবান মিলিশিয়া ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তের ঐ তল্লাশি চৌকিতে হামলা চালায়।
সান নিউজ/এমএইচ