আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ৭৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ।
এ সময় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন।
রোববার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।
আরও পড়ুন: নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা
এতে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের উত্তর বেইত লাহিয়া শহরে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ জন নিহত হয়েছে। রোববার গভীর রাতে হওয়া এই বোমা হামলার পর আরও বহু মানুষ আহত হয়েছে এবং অনেকে এখনও এই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।
এদিকে ইসরায়েল জানায়, এই হামলায় হতাহতের রিপোর্ট পরীক্ষা করছে। কিন্তু একই সাথে তারা হামাস কর্তৃপক্ষের প্রকাশিত পরিসংখ্যানকে “অতিরঞ্জিত” বলে আখ্যায়িত করে বলেছে, এই বিষয়ে তার সেনাবাহিনীর কাছে থাকা তথ্যের সাথে হামাসের তথ্য মেলে না।
গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, বেইত লাহিয়া শহরে যোগাযোগ ও ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২৯
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বিবিসিকে জানায়, ইসরায়েল হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা করেছে এবং হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সম্ভাব্য সবকিছু করছে। হামাস অফিস কর্তৃক প্রদত্ত হতাহতের ঘটনা অতিরিক্ত এবং এই জাতীয় সূত্রগুলো আগের ঘটনাগুলোতে অত্যন্ত অবিশ্বস্ত বলে প্রমাণিত হয়েছে।
সান নিউজ/এমএইচ