আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণ ও পূর্ব কয়েকটি শহর ও অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ২৩ জন নিহত হয়েছে। এ হামলায় আরও ৩১ জন আহত হয়েছেন।
বুধবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
আরও পড়ুন: লেবাননে প্রায় ৪ লাখ শিশু বাস্তুচ্যুত
এদিকে, দেশটির সরকারি বার্তাসংস্থা জানায়, লেবাননের নাবাতিহ, বিনতে জবেইল এবং মারজায়ুন জেলাগুলোর পাশাপাশি টায়ার ও জেজিনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়েছে। এ সময় পূর্ব লেবাননে জাহলে এবং পশ্চিম বেকা জেলায় বিমান হামলা হয়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জিানায়, স্রেববাইন শহরে বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। এছাড়াও মারজায়ুন জেলার টাউলিন শহরে বিমান হামলার ফলে ৩ জন নিহত হয়েছে। টায়ার জেলায় হামলায় কানা শহরে ১০ জন নিহত এবং আরও ১৫ জনেরও বেশি আহত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি সেনা ক্যাম্পে হামলায় নিহত ৪
অপরদিকে, পূর্ব লেবাননের জাহলে জেলায় রিয়াক শহরকে লক্ষ্য করে চালানো হামলায় ৫জন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছে।
সান নিউজ/এমএইচ