আন্তর্জাতিক ডেস্ক: আকাশপথে সেবাদানকারী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটে এক নারী যাত্রীকে ‘শ্লীলতাহানি’র ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বৈরুতে বিমান হামলা, নিহত ২২
শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
৪৫ বছর বয়সী এই ব্যক্তি পেশায় মার্বেল টালি লেয়ার। গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।
এনডিটিভি বলছেন, একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, দিল্লি-চেন্নাই ইন্ডিগো এয়ারলাইন্সের ওই ফ্লাইটে অভিযুক্ত ব্যক্তি ওই নারীর পেছনে বসা ছিল। মাঝ আকাশে ফ্লাইটের মধ্যে তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
মূলত স্থানীয় পুলিশ ভুক্তভোগী ওই নারীকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়।
সান নিউজ/এএন