আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে কেন্দ্রে অতর্কিত বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এবং এতে অন্তত ৬ জন নিহত হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৪৬
বুধবার (২ অক্টোবর) মধ্যরাতের পর এই হামলা হয়েছে। হামলার পর বহুতল ভবনটিতে আগুন ধরে যায়।
বিবিসির খবরে জানানো হয়েছে, গত বছরের অক্টোবর থেকে হিজবুল্লাহ-ইসরায়েল সংঘর্ষ শুরু হওয়ার পর লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে এটি ১ম ইসরায়েলি বিমান হামলা।
লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি জানান, বুধবার রাতভর ইসরায়েলি বাহিনী বৈরুত এবং এর দক্ষিণ শহরতলিতে ১৭টি বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েল গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক বিমান হামলা শুরু করেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
সান নিউজ/এএন