আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালাচ্ছে ইসরায়েল।
আরও পড়ুন: নির্বাচনে অংশ নেবেন কি না জানালেন
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বৈরুতে বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষন পরেই ইসরায়েলি বাহিনী এ ঘোষণা দিয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
ইসরায়েলের আর্মি রেডিও বলেন, বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর বিমান ইউনিটের প্রধানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা সর্বশেষ বিমান হামলার লক্ষ্যবস্তু ছিলেন। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ-তে এই হামলা চালানো হয়েছে।
সান নিউজ/এএন