আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অল্প পাল্লার বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান। এ সময় আনুষ্ঠনিকভাবে এ অভিযোগটি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ জন্য তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।
আরও পড়ুন: মণিপুরে ইন্টারনেট বন্ধ ঘোষণা
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া এখন অল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ১টি চালান গ্রহণ করেছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে।
এ অস্ত্রের চালান পাওয়ার পরে রাশিয়ার ফ্রন্ট লাইন থেকে আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহার বাড়াতে সক্ষম হবে।
যদিও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় এই অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করে ইরান।
এ সময় সম্প্রতি ইরানের পক্ষ থেকে জানায়, যুদ্ধরত কোনো দেশের কাছে আমরা অস্ত্র সরবরাহ করা অমানবিক।
আরও পড়ুন: আমিরাতে দুই বাংলাদেশি নিহত
অপরদিকে শত্রুদের হাত থেকে নিজ দেশকে রক্ষায় পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার করেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক শক্তির এই বেপরোয়া আগ্রসরের কারণে বড় ধরনের হুমকির মুখোমুখি তার দেশ।
সান নিউজ/এমএইচ