আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার মধ্যাঞ্চলে একটি স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৩ জন দগ্ধ হয়েছেন; যাদের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন : নাইজারে বন্যা, নিহত ২৭৩
শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় বেশ কয়েকজনকে অত্যন্ত গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের বেশিরভাগই শিশু বলে জানা গেছে। তাদের বয়স ৫ থেকে ১২ বছর।
আরও পড়ুন : ইউক্রেনে ক্ষেপণান্ত্র পাঠাচ্ছে ব্রিটেন
পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো জানান, নাইরি কাউন্টির হিলসাইড এন্দারাশা প্রাইমারি স্কুলে আগুন লাগে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। স্কুলটিতে তদন্তকারীদের একটি দল কাজ করছে।
কেনিয়ার রেড ক্রস জানায়, তারা শিক্ষার্থী, শিক্ষক এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মনোসামাজিক সহায়তা পরিষেবা প্রদান করছে এবং স্কুলে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছে৷
আরও পড়ুন : সিকিমে খাদে সেনার ট্রাক, নিহত ৪
প্রসঙ্গত, কেনিয়ার বোর্ডিং স্কুলে আগুন লাগার ঘটনা প্রায়ই ঘটে থাকে। ২০১৭ সালে রাজধানী নাইরোবির মোই গার্লস হাই স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় ১০ শিক্ষার্থী মারা যান। এ ছাড়া ২০ বছরেরও বেশি সময় আগে সংঘটিত সবচেয়ে মারাত্মক স্কুলে অগ্নিসংযোগের ঘটনায় নাইরোবির দক্ষিণ-পূর্বাঞ্চল মাচাকোস কাউন্টিতে অন্তত ৬৭ শিক্ষার্থী মারা গেছেন।
সান নিউজ/এমআর