আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হয়েছে। এ ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবারপাখতুনখোয়ায়। কিন্তু এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলেছে, দেশটির স্থানীয় সময় সকাল ১০টা ৫৬ মি দেশের বিভিন্ন প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ সময় এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
আরও পড়ুন: রাশিয়ার আর্টিলারি ডিপোতে হামলা
এ সময় পিএমডির ওয়েবসাইটে বলা হয়, পাকিস্তানে ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে। এ সময় হিন্দু কুশের ২১৫ কি.মি ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেন, পাকিস্তানে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্র ছিল আফগানিস্তানের ইশকাশিম শহর থেকে ২৮ কি.মি পশ্চিম-দক্ষিণপশ্চিমে।
অপরদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানান, দেশটির খাইবারপাখতুনখোয়া প্রদেশসহ পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ কম্পনটি অনুভূত হয়েছে। তার মধ্যে মারদান, মালাকান্দ, হাঙ্গু, বানার, শাংলা, দীর ও চরসাদ্দা শহরও রয়েছে।
আরও পড়ুন: জাপানে শানশানের আঘাত, নিহত ৩
এপর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোরও ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে জানিয়েছে ডন। কিন্তু দেশটিতে আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
সান নিউজ/এমএইচ