আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় রোস্তভের দক্ষিণাঞ্চলে আজভ শহরে হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় রাশিয়ার আর্টিলারি ডিপো ও তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু করেন
ইউক্রেনীয় সামরিক বাহিনী। এই হামলায় তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে । ঘটনার পরে আগুন নেভানোর চেষ্টা করছে রুশ জরুরি কর্মীরা।
আরও পড়ুন: জাপান শানশানের আঘাত, নিহত ৩
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ১ প্রতিবেদনে এ তথ্যটি জানিয়েছে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স।
এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী জানান, বৃহস্পতিবার তারা রাশিয়ার ১টি আর্টিলারি ডিপো এবং ২টি তেল সঞ্চয় কেন্দ্রে আক্রমণ করেছে। এ হামলার ফলে বুধবার (২৮ আগস্ট) রাশিয়ার দক্ষিণ রোস্তভ অঞ্চলের অ্যাটলাস তেল ডিপোতে আগুন লেগে যায়।
ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানান, বুধবার তারা রাশিয়ার কিরভ অঞ্চলে জেনিট তেল স্থাপনায়ও আক্রমণ করেছে। এই তেল স্থাপনাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১৫০০ কি.মি উত্তর-পূর্বে অবস্থিত।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা
এছাড়াও ইউক্রেনীয় সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপে দেওয়া ১ বার্তায় জানিয়েছে, রাশিয়ান অঞ্চলের ভোরোনজে ১টি ফিল্ড আর্টিলারি ডিপোতেও আক্রমণ করা হয়েছে।
অপরদিকে রাশিয়ান কর্তৃপক্ষ জানান, বুধবার (২৮ আগস্ট) ইউক্রেনীয় ড্রোনগুলোর কারণে রোস্তভের ১টি তেলের ডিপোতে আগুন লেগেছে। কিন্তু সেখানে কোনও হতাহতের খবর পাওয়া জানায়নি।
অন্যদিকে দেশটির কিরভের আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার সোকোলভ বলেন, দেশটির কোটেলনিচ শহরে তেল পণ্যের ১টি ডিপোতে ড্রোন হামলা হয়েছে। কিন্তু এই হামলার কারণে সেখানে আগুন লাগেনি বা কোনও ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: ভারতে বন্যায় ২৮ জন নিহত
ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেন, বুধবার ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসাবশেষের কারণে ‘বিস্ফোরক বস্তুর কাছাকাছি’ আগুন লেগেছে। তবে সেই সকল বিস্ফোরক বস্তু বিস্ফোরিত হয়নি।
সান নিউজ/এমএইচ