আন্তর্জাতিক ডেস্ক: তাইওয়ানের উত্তরাঞ্চল আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো। এতে করে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ২য় দফায় ভূমিকম্পের কবলে পড়েছে দেশটি। এই খবরটি একাধিক গণমাধ্যমের বলা হয়েছে।
শুক্রবারে (১৬ আগস্ট) এই ভূমিকম্পের ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজা উপত্যকায় নিহত ৪০ হাজার ছাড়াল
তাইওয়ানের আবহাওয়া বিভাগ জানান, দেশের স্থানীয় সময় শুক্রবার এই ভূমকিম্পের মাত্রা ছিলো ৬.৩। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকা হুয়ালিয়েন থেকে ৩৪ কি.মি দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে (৯.৭) কি.মি গভীরে ছিল এর উৎপত্তিস্থল। কিন্তু এখন পর্যন্ত এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
অপরদিকে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানে ৫.৭ মাত্রার আরও ১টি ভূমিকম্প। এই ভূমিকম্পপ্রবণ তাইওয়ানে প্রায় ঘটে থাকে।
সান নিউজ/এমএইচ