আন্তর্জাতিক ডেস্ক: প্রতিবেশি দুই দেশের মাঝে তীব্র উত্তেজনার মাঝে লেবাননের দক্ষিণাঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।
আরও পড়ুন: ইথিওপিয়ায় নৌকাডুবিতে নিহত ১২
সোমবার (২৯ জুলাই) ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এই হামলায় লেবাননে অন্তত দুজন নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় ১২ শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়। এই হামলার পর প্রথমবারের মতো লেবাননে প্রাণঘাতী রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান উত্তেজনায় গাজা যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নেওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছেন, হিজবুল্লাহর সদস্য ও তাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী এই হামলার বিষয়ে আর কোনও তথ্য দেয়নি।
আরও পড়ুন: ইসরায়েলে রকেট হামলা, নিহত ১২
রোববার ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা সরকারকে গোলান মালভূমিতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর অনুমোদন দিয়েছে। তবে হিজবুল্লাহ গোলান মালভূমিতে হামলার দায় অস্বীকার করেছে।
প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক বাহিনীর মাঝে প্রতিনিয়ত আন্তঃসীমান্ত গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এছাড়া গত এপ্রিলে ইসরায়েল ও ইরানের মাঝে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এই সংঘাত পুরো অঞ্চলজুড়ে বিমান ও জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটিয়েছে। সূত্র: আলজাজিরা, রয়টার্স।
সান নিউজ/এএন