আন্তর্জাতিক ডেস্ক:
নোবেল পুরস্কার বিজয়ীরা গত বছরের তুলনায় এ বছর বাড়তি এক মিলিয়ন ক্রৌন (এক লাখ ১০ হাজার ডলার) বেশি পাবেন বলে জানিয়েছেন নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন।
এর ফলে এ বছর নোবেল বিজয়ীরা ১০ মিলিয়ন ক্রৌন পাবেন (এক কোটি ক্রৌন)। সব মিলিয়ে পুরস্কারের অর্থমূল্য এখন দাঁড়াচ্ছে ১০ লাখ ৯৭ হাজার ৪০২ ডলার বা বাংলাদেশি মুদ্রায় নয় কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা ৫৭৮ টাকা।
সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে এ তথ্য দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৯০১ সাল থেকে নোবেল পুরস্কারের প্রচলন করা হয়। ডিনামাইট আবিষ্কারক আলফ্রেড নোবেল তিন কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন এ সম্মাননা প্রদানের জন্য। যা আজকের বাজারে প্রায় ১৮০ কোটি ক্রোনের সমান।
শত বছরেরও বেশি সময় ধরে নোবেল পুরস্কার বিশ্বের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে এলেও সময়ে সময়ে এ পুরস্কারের অর্থমূল্য পরিবর্তিত হয়েছে।
শুরুর দিকে বিজয়ীদের দেড় লাখ ক্রৌন দেওয়া হতো। পরে বাড়তে বাড়তে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে দাঁড়ায়।
পরের দুই দশক এ অর্থমূল্য হু হু করে বাড়ে। ২০০০ সালে প্রতিটি পুরস্কারের অর্থমূল্য দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে; পরের বছর বেড়ে হয় এক কোটি ক্রৌন।
২০১২ সালে পুরস্কারটির অর্থমূল্য হয় ৮০ লাখ ক্রৌন; ২০১৭ সালে বাড়িয়ে করা হয় ৯০ লাখ ক্রৌন।
এ বছর থেকে ফের এক কোটি ক্রৌন হলেও, সময়ে সময়ে পুরস্কারের অর্থমূল্য আরও বাড়বে বলে জানিয়েছেন হেইকেনস্টেইন। ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টোকহোমে হয়ে থাকলেও এবার চলমান করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নেবেন।
সান নিউজ/ বিএম/ এআর