আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ক্লাস চলাকালীন অবস্থায় ধসে পড়েছে একটি দোতালা স্কুল এবং নিচে প্রায় ১২০ জন চাপা পড়েন।
আরও পড়ুন: নেপালে ভয়াবহ ভূমিধস
গতকাল শুক্রবার (১২ জুলাই) এই ঘটনা ঘটে। স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে স্কুল ধসে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
প্লাতেউ রাজ্যের সেইন্টস অ্যাকাডেমি কলেজে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি কতজন শিক্ষার্থী এবং শিক্ষক নিহত এবং আহত হয়েছেন।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছেন, উদ্ধাকারী, স্বাস্থ্য ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: কানাডায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত
প্লাতেউর তথ্য কমিশনার এক বিবৃতিতে বলেছেন, প্রায় ১২০ জন আটকা পড়েছিলেন। অনেককে উদ্ধার করা হয়েছে। আহতরা যেন দ্রুত চিকিৎসা পান সেজন্য স্থানীয় হাসপাতালগুলোকে কোনো ধরনের কাগজপত্র ও অর্থ ছাড়া চিকিৎসা দিতে সরকার নির্দেশনা দিয়েছে।
রাজ্য সরকার এই ঘটনায় স্কুলের ‘দুর্বল কাঠামো এবং নদীর পাশে অবস্থিত’ হওয়ার বিষয়টিকে দোষারোপ করেছে। যেসব স্কুলের কাঠামো দুর্বল হয়ে পড়েছে সেগুলো বন্ধ করে দিতে আহ্বান জানিয়েছে তারা।
সান নিউজ/এএন