আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ৩ জনের মধ্যে একজন দেশটির নাগরিক, বাকি দু’জন অভিবাসী।
আরও পড়ুন: সিকিমে ভারী বর্ষণ-ভূমিধস, নিহত ৬
গ্রেফতারদের বিরুদ্ধে ‘দায়িত্বে অবহেলা এবং ভবনের অগ্নি নিরাপত্তার ব্যাপারে উদাসীনতা প্রদর্শনের মাধ্যমে মানুষ হত্যা’র অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বুধবার স্থানীয় সময় ভোরের দিকে মানগাফ এলাকার একটি ৬ তলা ভবনে আগুন লাগে। স্থানীয় কর্তৃপক্ষ ওই অগ্নিকাণ্ডের খবর পায় সকাল ৬ টার দিকে।
আরও পড়ুন: জেলেনস্কির শহরে রুশ হামলা, নিহত ৯
কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন, ওই ভবনটিতে অভিবাসী শ্রমিকরা বসবাস করতেন। অন্তত ২০০ শ্রমিক বসবাস করতেন ভবনটিতে এবং তাদের অধিকাংশই ভারতীয়। কয়েকজন ফিলিপাইনের নাগরিকও থাকতেন ভবনটিতে। আগুনে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ জন।
প্রসঙ্গত, বুধবারের অগ্নিকাণ্ড কুয়েতের ইতিহাসের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডগুলোর মধ্যে একটি। এর আগে ২০০৯ সালে এক কুয়েতি নারী স্বামীর দ্বিতীয় বিয়ের প্রতিবাদ হিসেবে বিয়ের অনুষ্ঠানের তাঁবুতে আগুন দিয়েছিলেন। এতে নিহত হয়েছিলেন ৫৭ জন। সূত্র : এএফপি
সান নিউজ/এএন