আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ২৯ জন।
আরও পড়ুন : কঙ্গোতে নৌকাডুবে নিহত ৮০
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, বুধবার একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে ৫ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট বলেছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।
আরও পড়ুন : কুয়েতে ভবনে আগুন, নিহত ৩৯
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা ডিএসএনএসের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, আহত এক নারীকে ধ্বংসস্তূপ থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে, নিহতদের স্বজন ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলেনস্কি। তিনি জানান, প্রতিদিন, প্রতি ঘণ্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করেছে যে, ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।
আরও পড়ুন : ইসরায়েলে রকেট ছুড়ল হিজবুল্লাহ
তবে, জেলেনস্কির শহরে হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
সান নিউজ/এমআর