আন্তর্জাতিক ডেস্ক:
মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে আবারও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে যুক্তরাজ্যে। রাত ১০ টা বাজলেই মদের দোকান, বার, রেস্টুরেন্ট ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার থেকে এই নিয়ম কার্যকর হবে। যুক্তরাজ্যে করোনাভাইরাস নিয়ে সতর্কতা চার নম্বরে উঠে যাওয়ার পর এ সিদ্ধান্ত এলো।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন চান, মাস্ক ব্যবহার, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং জনগণ শারীরিক দূরত্ব বজায় রেখে চুলক। আর্থিক ক্ষতি না হলে বিভিন্ন সেক্টরে কর্মজীবীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স শঙ্কা প্রকাশ করেছেন, অক্টোবরের মাঝামাঝি থেকে দিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী বাড়তে পারে এবং নভেম্বরের মাঝামাঝি থেকে দিনে দুই শতাধিক মানুষ প্রাণ হারাতে পারে।
সূত্র : বিবিসি