আন্তর্জাতিক ডেস্ক: ভারতে উত্তর প্রদেশে গভীর রাতে দাঁড়িয়ে থাকা বাসের ওপর পাথরবোঝাই ১টি ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (২৬ মে) ১ প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
আরও পড়ুন: শিশু হাসপাতালে ভয়াবহ আগুন নিহত ৭
প্রতিবেদনে বলেন, শনিবার গভীর রাতে ভারতের উত্তরাখণ্ডের তীর্থযাত্রীদের বহনকারী ১টি বাসের ওপরে পাথরবোঝাই ১টি ট্রাক উল্টে গেলে এতে অন্তত ১১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
পুলিশ জানান, শনিবার রাতে গোলা বাইপাস রোডে শাহজাহানপুরের ১টি ধাবায় দাঁড়িয়েছিল তীর্থযাত্রীদের বহনকারী ১টি বাস। তারা পূর্ণগিরি থেকে সীতাপুরে যাচ্ছিল। এ সময় আচমকাই সেখানে ১টি পাথরবোঝাই ট্রাক এসে ধাক্কা মারে বাসটিকে। এরপর সাথে সাথেই বাসটি উল্টে যায়। এরপরে উদ্ধারকারী দল তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন: ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প
শাহজাহানপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট অশোক কুমার মীনা বলেন, আমরা রাত ১১ টার দিকে দুর্ঘটনার কথাটি জানতে পারি। এতে মূলত কিছু মানুষ বাস থেকে নেমে ধাবায় খাবার খাচ্ছিলেন এবং বাকিরা বাসেই বসেছিলেন। এ সময় ট্রাক এসে ধাক্কা দেওয়ার পরেই এই হতাহতের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছেও ১০ জন আহত হয়েছেন। এ সময় আহত সকলকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ এই বিষয়টি পুরো খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
সান নিউজ/এমএইচ