আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লি ও জম্মু জাতীয় মহাসড়কে ট্রাক ও মিনি বাসের সংঘর্ষে একই পরিবারের ৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২০ জন।
শুক্রবার (২৪ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ভিয়েতনামে অগ্নিকান্ডে ১৪ জন নিহত
মিনি বাসে করে তীর্থযাত্রার জন্য জম্মুর বৈষ্ণদেবীর উদ্দেশ্যে যাচ্ছিল একই পরিবারের ৩০ জন সদস্য। এ সময় উত্তরপ্রদেশ থেকে বাসটি আমবালায় পৌঁছালে ১টি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, চলন্ত বাসের সামনে হঠাৎ করে বাসটি চলে আসলে ট্রাক চালক ব্রেক ধরেন এবং তার পরেই এই দুর্ঘটনা ঘটে।
ট্রাকের সাথে সংঘর্ষে মিনি বাসটির সামনের দিকটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলে মারা যান, বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত ২০ জনের অবস্থাও গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: তাপপ্রবাহে রাজস্থানে ৯ জনের মৃত্যু
পুলিশ জানান, দুর্ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়, কিন্তু ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হয়েছে।
সান নিউজ/এমএইচ