আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিন তলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে চারটার দিকে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ৮জনের মৃত্যু হয়।
এখনও ২০ থেকে ২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।
দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী ধসে পড়া ভবনে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানাগেছে। স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে।
সান নিউজ/আরএইচ/বিএস | Sun News