আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে বাঙালি পর্যটকবাহী একটি গাড়ি নদীতে পড়ে রবীন্দ্রনাথ পাল (৭২) নামের ১ জন ও গাড়িচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।
শনিবার (১৮ মে) সিকিমের সিংটামের কাছে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: বজ্রপাতে বাড়ি পুড়ে ছাই
নিহতরা হলো, কলকাতার নাগরিক রবীন্দ্রনাথ পাল (৭২) এবং অন্যজন ১ জন গাড়িচালক।
আহতরা হলেন, তাপস পাল (৩৩), কৃষ্ণা পাল (৩৬), মীরা পাল (৬০) ও তাদের ৪ বছরের শিশুও গুরুতর ভাবে আহত হয়
পুলিশ জানান, কলকাতার একটি পরিবার নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। এরপর সিংথামের কাছে সাংখোলা নদীতে কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রানিখোলা নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়িচালক এবং ৭২ বছর বয়সী কলকাতার বাসিন্দা রবীন্দ্রনাথ পাল। এর পরে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই গ্যাংটকের সেন্ট্রাল রেফারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। সিকিম পুলিশ এই ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সান নিউজ/এমএইচ