ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে ১২ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬০ জন।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

সোমবার (১৩ মে) বিকেলে হঠাৎই আকাশ কালো করে মুম্বাইয়ে জোরালো ঝড় ওঠে। কিছু বুঝে ওঠার আগেই ধূলিঝড় শুরু হয়। এ সময় ঝড়ের ধাক্কায় ঘাটকোপড় এলাকায় উপড়ে যায় একটি বিশাল আকারের ধাতব বিজ্ঞাপন বোর্ড। সেই বিলবোর্ডের নিচে চাপা পড়েন অনেকেই।

পুলিশ জানিয়েছে, বিলবোর্ডের নীচে চাপা পড়া ৬৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দেশটির জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পরিদর্শক গৌরব চৌহান জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জনের দেহ ‍উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ৪ জনের দেহ যৌক্তিক কারণেই উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন: গাজায় শরণার্থী শিবিরে হামলা, নিহত ১৪

এ ঘটনার কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, বিলবোর্ডটি ভেঙে পড়ছে একটি পেট্রোল পাম্পের উপর। এতে দুমড়ে গিয়ে নীচে নেমে আসে পেট্রোল পাম্পের ছাদ। এর নিচে চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। ফলে বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানায়, বিলবোর্ডের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে। এনডিআরএফের কর্মীদের প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় ধ্বংসস্তূপ অনেকাংশে সরানো সম্ভব হয়। উদ্ধার ৮ জন মৃত ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই ৩ জনকে মৃত পাওয়া গেছে। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় আরও ৫ জনের।

গৌরব চৌহান আরও বলেন, আমরা এখনো ৪ জনের মরদেহ উদ্ধার করতে পারিনি। কারণ সেগুলোর অবস্থান পেট্রোল পাম্পের কাছে। উদ্ধার তৎপরতা শুরু করলে সেখানে আগুন বা এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রবল।

আরও পড়ুন: ডোনাল্ড লু ঢাকায় আসছেন আজ

জীবিত অবস্থায় ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সবাই কমবেশি আহত হয়েছেন। অনেককেই হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় মৃতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি করে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মহরাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।

উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানান, এ ঘটনায় রাজ্য সরকার বিশদ তদন্তের নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

গতকাল এ ঝড় ওঠার কিছুক্ষণ আগেই রাজ্যে আবহাওয়া দফতরের সতর্ক বার্তা জারি করা হয়েছিল। সে সময় আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তন হতে পারে বলে সতর্ক করা হয় মুম্বাই, পালঘর ও থানের বাসিন্দাদের।

এরপরই কয়েক মিনিটের ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহর তছনছ হয়ে যায়, ধুলোয় ধূসর রঙ নেয় গোটা শহর। দৃশ্যমানতা গিয়ে পৌঁছায় প্রায় শূন্যতে।

এতে থমকে যায় শহরের সমস্ত যান চলাচল। শহরের বহু গাছ, বিদ্যুতের খুঁটিও উপড়ে যায়। থমকে যায় রেল ও মেট্রো পরিষেবাও। এর মধ্যেই ঝড়ের দাপটে ঘাটকোপড়ের ওই বিলবোর্ডটিও ভেঙে পড়ে। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাপের কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বিষাক্ত সাপের...

মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল...

ক্ষমা চাইলেন দেব 

বিনোদন ডেস্ক: ভারতে আর জি কর কাণ্ডে এক মেয়ে চিকিৎসককে ধর্ষণে...

মাথায় ইট পড়ে আহত বুয়েট শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পলাশীর মোড়ে রিকশায় যাওয়ার সময়...

তিস্তা সমস্যার সমাধান হতে হবে

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সাথে তিস্তা...

কবিরহাটে ইমাম-মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে জামায়াতে ইসলামীর উদ্...

সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদু...

বন্দরে ৩ নম্বর সংকেত

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট ল...

মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল...

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা