শনিবার, ৫ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রকাশিত ১৩ মে ২০২৪ ০৮:৫৭
সর্বশেষ আপডেট ১৩ মে ২০২৪ ১৩:০১

রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আরও পড়ুন: পুতিন প্রতিরক্ষামন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন

রোববার (১২ মে) এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

সোমবার (১৩ মে) রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন থেকে উৎক্ষেপণ করা সোভিয়েত যুগের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের একটি অংশ ধসে পড়েছে। এতে ১৫ জন নিহত হয়েছেন। বেলগোরোড অঞ্চলে এ পর্যন্ত এটাই সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা।

ওই অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেন, রোববার কিয়েভের পৃথক হামলায় আরও ৪ জন মারা গেছে। রোববার বিভিন্নস্থানে হামলার ঘটনায় ২৭ জন আহত হয়েছে বলে টেলিগ্রামের এক পোস্টে নিশ্চিত করেন তিনি।

আরও পড়ুন: ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা

রুশ কর্মকর্তারা জানান, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। টোচকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক অ্যাডলার ও আরএম-৭০ ভ্যাম্পায়ার (এমএলআরএস) লঞ্চ রকেট সিস্টেম এর অন্তর্ভূক্ত ছিল।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেলগোরোডে অন্তত ১২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলা বলে অভিহিত করা হয়েছে।

আরও পড়ুন: ভারতে ৪র্থ দফার ভোটগ্রহণ শুরু

এ হামলাকে বর্বর হামলা উল্লেখ করে মন্ত্রণালয় আরও বলেছে, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে টার্গেট করা অপরাধমূলক কর্মকাণ্ড।

সামাজিক মাধ্যমে এ ঘটনার বেশ কিছু ফুটেজে দেখা গেছে, বহুতল একটি ভবন ধসে পড়ছে। ক্রেমলিন জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ হামলার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা