আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং একইসঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে বন্যায় নিহত ৬০
শনিবার (১১ মে) বার্তাসংস্থা রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছেন।
এদিকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে উপসাগরীয় এই দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে।
আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ বলেছে, ‘কুয়েত ইদানীং কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যার ফলে দেশকে বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বা বিলম্বের কোনও অবকাশের সুযোগ নেই।’
সান নিউজ/এএন